বিজনেসটুডে২৪ ডেস্ক
মাঝ আকাশে আচমকাই মৃত্যু পাইলটের (Pilot Dies)। যার জেরে ইস্তানবুলগামী (Istanbul) তার্কিশ এয়ারের বিমানকে জরুরি অবতরণ করানো হল নিউ ইয়র্কে (New York)।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে আমেরিকার সিয়াটেল থেকে তুরস্ক এয়ারলাইন্সের (Turkish Airlines) একটি বিমান ইস্তানবুলের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরই ৫৯ বছর বয়সি পাইলট ইলকেহেন পেহলিভান অসুস্থ বোধ করেন। তারপরই জ্ঞান হারান তিনি। যদিও পরিস্থিতি সামলান দুই সহ-পাইলট। এরপরই বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণের জন্য জন এফ কেনেডি বিমানবন্দরের কাছে অনুমতি চাওয়া হয়। তারপরই তড়িঘড়ি করে বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়। সিয়াটেল থেকে ওড়ার আট ঘণ্টা পর বিমানটি নিউ ইয়র্কে অবতরণ করে। অবতরণের পরই পাইলটকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিউ ইয়র্ক থেকে যাত্রীদের তাঁদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে বিমান কর্তৃপক্ষের তরফে।
২০০৭ সাল থেকে টার্কিশ এয়ারলাইন্সে কাজ করছেন ৫৯ বছর বয়সী ওই বিমানচালক। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, মার্চেই শারীরিক পরীক্ষা পাশ করেছিলেন ওই বিমানচালক, তখন কোনও সমস্যা সামনে আসেনি। মৃত বিমান চালকের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।
যে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়েছে, সেটির যাত্রীদের নিউ ইয়র্ক থেকেই তুরস্কে ফেরানো হচ্ছে বলে জানানো হয়েছে।