Home বিনোদন টিজারেই বাজিমাত ‘অপারেশন সুন্দরবন’ ‌

টিজারেই বাজিমাত ‘অপারেশন সুন্দরবন’ ‌

অচেনা দৃশ্য ও নতুন ভাষার আভাস

বিজনেসটুডে২৪ ডেস্ক

আসছে ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে বহুলপ্রতীক্ষিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। গতকাল রাজধানীর গলফ গার্ডেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান ছবিটির পরিচালক দীপংকর দীপন। এদিন ছবিটির টিজার প্রকাশ ও ওয়েবসাইটের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

টিজার প্রকাশের পর তা মুহূর্তেই আলোড়ন তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখানো হয়, সুন্দরবনে দস্যুদের ভয়ঙ্কর কর্মকান্ড দমনে র‍্যাব সদস্যদের রোমাঞ্চকর অভিযানের কয়েক ঝলক। আর তাতেই রোমাঞ্চিত দর্শকরা। মুখিয়ে আছেন ছবি মুক্তির। প্রশংসায় ভাসছে ছবির টিজার।

দীপংকর দীপন বলেন, ‘অপারেশন সুন্দরবন সিনেমায় র‍্যাবের সুন্দরবনের দুঃসাহসিক সব অভিযানের উঠে আসবে। সেইসঙ্গে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যকেও আমরা তুলে ধরার চেষ্টা করেছি।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’। সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, রোশান,তাসকিন, নুসরাত ফারিয়া, মনোজ প্রামাণিক, কলকাতার দর্শনাসহ দেশের একঝাঁক তারকা।