নাজমুল হোসেন
চট্টগ্রাম: বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি আবারও শুরু করেছে। নগরীর ২১টি পয়েন্টে তারা ট্রাকের মাধ্যমে বিভিন্ন নিত্যপণ্য বিক্রি করছে।
রবিবার(১৩ জুন) নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরা ট্রাক সেল থেকে পণ্য কিনছেন।
ন্যায্যমূল্যে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল কিনতে দীর্ঘলাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে ক্রেতারা। তারা বলছেন, টিসিবিতে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি হওয়ায় তারা কিনতে আসেন। প্রতিবার নির্দিষ্ট পণ্যের প্যাকেজ নির্ধারিত মূল্যে কেনার বাধ্যবাধকতা থাকায় তারা প্যাকেজেই কিনতে বাধ্য হন। অনেক সময় একটি পণ্যের প্রয়োজন না থাকলেও কিনতে হয়। এবার ইচ্ছে করলে তিনটির যেকোনো একটি পণ্যও কিনতে পারায় সবাই খুশি।
টিসিবি অফিস থেকে জানানো হয়েছে, প্রতিদিন ১ হাজার ৫০০ কেজি করে পণ্য দেওয়া হচ্ছে প্রতি ট্রাকে। সকাল ১০টা থেকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। চিনি, মসুর ডাল ও সয়াবিন তেলের দাম বাজারে বেশ চড়া। যেমন, চিনি বর্তমানে কেজিপ্রতি ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। টিসিবির ট্রাক থেকে কিনলে সাশ্রয় হচ্ছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। মাঝারি দানার মসুর ডাল কিনলে সাশ্রয় কেজিতে ২৫ থেকে ৩০ টাকা। বাজারে এ ডাল কেজি প্রতি ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, টিসিবি বিক্রি করছে ৫৫ টাকা দরে। এক লিটার সয়াবিন তেলেও ৪০ থেকে ৫০ টাকা সাশ্রয় হচ্ছে। টিসিবির তেলের লিটার ১০০ টাকা, আর বাজারে ১৪৫ থেকে ১৫৫ টাকা পর্যন্ত। শুক্রবার ছাড়া সপ্তাহে ৬ দিন চলছে এ কার্যক্রম।
ঈদের পর থেকে টিসিবি পণ্য বিক্রি শুরু করে। বর্তমানে নগরের ২ নম্বর গেট, স্টিলমিল বাজার, চান্দগাঁও, কাটগড়, ইপিজেড থানার সামনে, বন্দর থানার সামনে, আগ্রাবাদের হোটেল সাংরিলার সামনে, চট্টগ্রাম আদালতের সামনে, জামালখান প্রেস ক্লাবের সামনে, আলকরণ, নিউমার্কেট মোড়, বিবিরহাট, মুরাদপুর, উত্তর কাট্টলি, হালিশহরসহ ২১টি পয়েন্টে এসব পণ্য ট্রাকের মাধ্যমে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছের টিসিবির কর্মকর্তারা।
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমেদ বিজনেসর২৪কে বলেন, ৬ জুন থেকে পণ্য বিক্রি শুরু করেছি। ১৭ জুন পর্যন্ত পণ্য বিক্রি করব। পণ্য কিনতে মানুষ যাতে গাদাগাদি না করে সে জন্য তিন ফুট দূরত্বে বৃত্ত করে দেওয়া হচ্ছে। আগের চেয়ে এখন বেশি সাড়া পাচ্ছি।