Home First Lead টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম আবার শুরু

টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম আবার শুরু


বিজনেসটুডে২৪ প্রতিনিধি 
চট্টগ্রাম: দফায় দফায় নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বৃদ্ধিতে দিশেহারা নিম্নআয়ের মানুষ। করোনা পরিস্থিতে এসব সাধারণ মানুষের ভোগান্তি কমাতে আজ রবিবার (৬ জুন) থেকে আবারও পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 
চট্টগ্রামে ২০টি ট্রাকে করে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করা হবে।
টিসিবির ট্রাকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ চার কেজি চিনি, ৫৫ টাকা কেজিতে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও লিটার প্রতি ১শ’ টাকা দরে সর্বোচ্চ পাঁচ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।  
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমেদ বিজনেসটুডে২৪কে বলেন, করোনা পরিস্থিতিতে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে চট্টগ্রামে ২০টি ট্রাকে করে তিনটি পণ্য বিক্রি করা হবে। আগামী ১৭ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে।