সোবহান আলম, নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে: নবাবগঞ্জে হেলমেট বিহীন ও একাধিক যাত্রী নিয়ে মটর সাইকেল না চালানোর জন্য সতর্কতামূলক অভিযান পরিচালিত হয়েছে সোমবার।
সড়ক দুর্ঘটনা রোধে নবাবগঞ্জ থানা এলাকায় হেলমেট বিহীন ও একাধিক যাত্রী নিয়ে মটর সাইকেল না চালানোর জন্য সতর্কতামূলক অভিযান চালানো হয়। অভিযানে অভিযুক্ত মোটরসাইকেল চালকদের মোটরসাইকেলসহ থানায় নিয়ে আসা হয়।
নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তাওহীদুল ইসলাম অভিযুক্ত মোটরসাইকেল চালকদের ভবিষ্যতের জন্য সতর্ক করেন এবং ভবিষ্যতে হেলমেট বিহীন মোটরসাইকেল না চালানো, নিষিদ্ধ হর্ন বা হাইড্রোলিক হর্ন ব্যবহার না করা, ওয়ানওয়ে সড়কে বিপরীত দিকে গাড়ি না চালানো, অতিরিক্ত গতি বা নির্ধারিত গতির চেয়ে দ্রুত গতিতে গাড়ি না চালানো,
প্রকাশ্য সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির না করা সহ সারা বিশ্বে করোনার এই ক্রান্তিকালে করোনার প্রাদুর্ভাব রোধে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করেন।
থানা হেফাজতে নেয়া মোটরসাইকেলগুলো অভিযুক্ত চালকদের অভিভাবকের উপস্থিতিতে ভবিষ্যতে সড়ক আইন মেনে চালানোর শর্তে ছেড়ে দেওয়া হয়।