বিজনেসটুডে২৪ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার জন্য অধিবেশন শুরু হয়ে গেল। মার্কিন সময় বিকেল ৩ টে নাগাদ এ ব্যাপারে ভোটাভুটি হওয়ার কথা।
এই নিয়ে দ্বিতীয় বার ট্রাম্পের ইমপিচমেন্টের জন্য ভোটাভুটি হতে যাচ্ছে প্রতিনিধি পরিষদে। সে দিক থেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম, যাঁর বিরুদ্ধে দু’বার ইমপিচমেন্ট প্রস্তাবে ভোটাভুটি হচ্ছে।
প্রতিনিধি পরিষদে ডেমক্র্যাটরাই এখন সংখ্যা গরিষ্ঠ এবং তাঁরা নিজেরাই ইমপিচমেন্টের জন্য পর্যাপ্ত ভোট সংগ্রহ করতে পারার কথা। তবে একাধিক সংবাদমাধ্যমের মতে, বেশ কিছু রিপাবলিকানও যোগ দিতে পারেন তাঁদের সঙ্গে।
যেমন জেইম হেরেরা বিউটলার গত রাতে ঘোষণা করেছেন যে তিনি ইমপিচমেন্টের সমর্থনে ভোট দেবেন। সেই সঙ্গে এক বিবৃতিতে তিনি বলেছেন “ট্রাম্প তাঁর শপথ ভেঙেছেন”। তাঁর কথায়, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটি প্রশাসন থেকে পরবর্তী প্রশাসনে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তরে বাধা দিয়েছেন, দাঙ্গায় উস্কানি দিয়েছেন”।
প্রতিনিধি পরিষদে রিপাবলিকান নেত্রী, কংগ্রেস সদস্যা লিজ চেনিও ইমপিচমেন্টের সমর্থনে মুখ খুলেছেন। তিনি বলেছেন, অতীতে যুক্তরাষ্ট্রের কোনও প্রেসিডেন্ট এ ভাবে প্রতারণা করেননি। এ ছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেওয়ার কথা খোলাখুলিই জানিয়েছেন কংগ্রেস সদস্য জন ক্যাটকো, অ্যাডাম কিনজিঙ্গার এবং ফ্রেড উপটন।
তবে প্রতিনিধি পরিষদে ট্রাম্প ঘনিষ্ঠ রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থী বলেছেন, “ইমপিচমেন্টের বিষয়টি দেশের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। যা দেশের ভবিষ্যতের জন্য ভাল হবে না।