Home সারাদেশ ট্রেনের ধাক্কায় আদালতের দুই জারিকারক নিহত

ট্রেনের ধাক্কায় আদালতের দুই জারিকারক নিহত

সংগৃহীত

ঠাকুরগাঁও: পীরগঞ্জ রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় জেলা জজ আদালতের জারিকারক নিহত হয়েছেন। তারা সরকারি কাজে পীরগঞ্জ গিয়েছিলেন বলে জানা গেছে।

সোমবার (১১ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে রেল ক্রসিং পারের সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির।

নিহতরা হলেন, রুহুল আমিন ও আব্দুস সেবামান। দুজনের মধ্যে আব্দুস সামাদ সদ্য অবসরপ্রাপ্ত বলে জানা গেছে। রুহুল আমিন সদর উপজেলার সালের দেওয়াও গ্রামের মৃত ফয়সাল আমিনের এবং আসুস সেবাহান আকচা কাজীপাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন বাদল ইসলাম বলেন, সকালে হালকা কুয়াশা ছিল। ট্রেন যাওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহী পার হচ্ছিলেন। এ সময় ধাক্কা লাগলে ওই দুজন প্রাণ হারায়। এই রেল ক্রসিং-এ কোনো গেটম্যান নাই। সব সময় ফাঁকা থাকে।

পীরগঞ্জ রেল স্টেশন মাস্টার এসএম মুক্তারুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস পীরগঞ্জ স্টেশনের পৌঁছার আগেই রেল ক্রসিং পারের সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। দিনাজপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে।

-বিজনেসটুডে২৪ ডেস্ক