Home First Lead ট্রেনে অগ্নিদগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক

ট্রেনে অগ্নিদগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক

সংবাদ সম্মেলনে ডা. সামন্ত লাল সেন্ ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে। তারা সবাই মানসিক ট্রমায়ও।

শনিবার (০৬ জানুয়ারি) বার্ন ইনস্টিটিউটে ট্রেনে আগুনের ঘটনায় ভর্তি রোগীদের সর্বশেষ অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এসব তথ্য জানান। দুই শিশুসহ ৮ জন চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, দগ্ধ আসিফ মোহাম্মদ খানের শরীরে ৮ শতাংশ পুড়ে গেছে। নাফিজ আলমের ৫ শতাংশ পুড়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। আমরা পর্যবেক্ষণে রেখেছি তাদের। সবার অবস্থা আশঙ্কাজনক।

 শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাদের ৮টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্বৃত্তদের দেওয়া এ আগুনে চারজন নিহত হয়েছেন।