Home সারাদেশ ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
 ঠাকুরগাঁও : সপ্তম ধাপে ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া মন্ডলপাড়ায় সাংবাদিকদের ওপর হামলাকারি সন্ত্রাসীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ থেকে এই আল্টিমেটাম দেয়া হয়।
 সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সহ সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমীন সরকার রাসেল, রিপোর্টারস ইউনিটির সভাপতি এমদাদুল হক ভুট্টুসহ অনেকে।
প্রতিবাদ সমাবেশে জেলার সকল সাংবাদিক একাত্মতা ঘোষণা করে, চার সাংবাদিকের উপরে হামলাকারীদের প্রশাসনকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।
সেনুয়ায় সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকদের মধ্যে তিনজন ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার শিকার সাংবাদিকরা হলেন, জাগো নিউজ ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, রাইজিং বিডির ঠাকুরগাঁও প্রতিনিধি হিমেল, নিউজবাংলা২৪-এর ঠাকুরগাঁও প্রতিনিধি সোহেল রানা এবং ঢাকা মেইলের প্রতিনিধি জাহিদ হাসান মিলু।