Home সারাদেশ খামারের প্রহরীকে শ্বাসরোধে হত্যা, ৭ গরু লুট

খামারের প্রহরীকে শ্বাসরোধে হত্যা, ৭ গরু লুট

গরুর খামারে ডাকাতির সংবাদে ঘটনাস্থলে পুলিশ দল। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নেত্রকোনা: দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুরি এলাকায় গরু খামারে হানা দিয়েছে ডাকাত দল। খামারের প্রহরীকে খুন করে ৭ টি গরু নিয়ে চম্পট দিয়েছে ডাকাত দল।

শুকনাকুরির গোদারিয়া চৌরাস্তায় মাহবুবুল হকের খামারে এই ডাকাতি হয়েছে বৃহস্পতিবার। নিহত প্রহরীর নাম জয়নাল ( ৬৫)। তিনি পুকুরিয়াকান্দা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

খামার মালিক ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল মিয়া গত দুইমাস ধরে এই গরুর খামারে পাহারাদার হিসেবে নিয়োজিত। এ ছাড়া আরও দুইজন প্রহরী রয়েছিন। বুধবার রাত দশটার দিকে প্রহরী হেলাল দিনের ডিউটি শেষ করে জয়নালকে রাতের দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যান। বৃহস্পপতিবার সকালে হেলাল খামারে আসলে জয়নালকে না দেখে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে  গরুর খড়ের ঘরের পালার সাথে বাঁধা মৃত অবস্থায় দেখতে পান।  তিনি খামার মালিকসহ সবাই তা জানান। সবাই ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশও পৌঁছেন।

খামার মালিক জানান, খামারে ১১টি গরুর মধ্যে রয়েছে ৪টি।  ৭টি গরু নিয়ে গেছে এবং প্রহরী জয়নালকে খুন করেছে। অনুমান করা হচ্ছে ডাকাত দল হানা দিলে প্রহরী বাধা দেয়ার চেষ্টা করে। এতে তাকে হত্যা করে গরু নিয়ে সটকে পড়েছে।

সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম ঘটনার বিষয়ে বলেন, সর্বশেষ গত রাত দশ ঘটিকায় যখন বদলি পাহারাদার এখানে আসেন, তখন জয়নালকে কাজ বুঝিয়ে দেয় অন্য পাহারাদার। পরবর্তিতে আজ সকালে জয়নালের কাছ থেকে কাজ বুঝে নেয়ার জন্য অন্য পাহারাদার এসে দেখতে পান গরু রাখার ঘরের দরজা খোলা ও সাতটি গরু নাই।

প্রহরী জয়নালের খোঁজ করলে কোথাও না পেয়ে খড়ের ঘরে মুখ বাঁধা এবং মৃত অবস্থা পাওয়া যায় তাকে। গত রাত দশটার পর হতে যে কোনো সময়ে এ ঘটনাটি সংগঠিত হয়েছে ও শ্বাসরোধ করে তাকে মারা হয়েছে। এ ঘটনার তদন্ত ও রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।