বিজনেসটুডে২৪ ডেস্ক
বাড়ির সামনে ডিজে বাজিয়ে চলছিল গান বাজনা। ১৩ বছরের কিশোরও তারই মধ্যে গিয়ে আপন মনেই নাচতে শুরু করে। কিন্তু আচমকাই মাটিতে লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে। এই ঘটনার পর লাগামহীন আওয়াজে এভাবে গান চালানোকে কেন্দ্র করেও প্রশ্ন উঠতে শুরু করেছে।
মৃত কিশোরের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সমর বিল্লোর (১৩)। সেদিন তাঁর বাড়ির সামনে একটি ডিজে বাজছিল। এই ডিজের আওয়াজ শুনে সমর সেই ভিড়ের মধ্যে গিয়ে নাচতে আরম্ভ করে। কিছুক্ষণ পর হঠাৎ সে মাটিতে লুটিয়ে পড়ে।
সমরের মা বলেন, “ছেলের হার্টের সমস্যা ছিল। কিন্তু ও পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল। ছেলে মাটিতে লুটিয়ে পড়ার পর আমাকে কেউ সাহায্য করেনি। সবাই নাচে ব্যস্ত ছিল।”
মৃতের বাবা কৈলাস বিল্লোর বলেন, ‘খুব জোরে মাইক বাজছিল। বহুবার এত জোরে ডিজে বাজানোর প্রতিবাদ করা হয়েছে। আমার মনে হচ্ছিল কোনও কিছুই এই শব্দদানবকে রুখতে পারবে না। যার দৌরাত্ম্যেই ছেলে আমাদের ছেড়ে চলে গেল।’
ভোপালের পুলিশ কমিশনার হরিনারায়ণচারি মিশ্র কার্যত এই অভিযোগ স্বীকার করে বলেছেন, ‘আমরা আয়োজকদের শব্দের মাত্রার সম্পর্কে আগাম সতর্ক করে দেওয়ার পরেও গোলমাল হয়েই চলেছে।’