ডিভোর্স কিংবা বিবাহ বিচ্ছেদ জীবনের বিশেষ একটি অভিজ্ঞতা। কারও কারও ক্ষেত্রে এই অভিজ্ঞতা খুব যন্ত্রণা ও কষ্টের, কারও কারও ক্ষেত্রে এই অভিজ্ঞতাই আনন্দের হয়ে ওঠে। কারণ সবার পরিস্থিতি আলাদা আলাদা। বিবাহ বিচ্ছেদ আপনার জীবনে কী পরিস্থিতি তৈরি করতে পারে? ডিভোর্সের পরবর্তী জীবন কেমন হয়, তা আপনারও জেনে নেওয়া প্রয়োজন। ৫জন তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন, জেনে নিন আপনিও…
ডিভোর্সের অভিজ্ঞতা সকলের জন্য আলাদা আলাদারকম। কারও কারও ক্ষেত্রে তা আনন্দের ও স্বাধীনতার অনুভূতি। কেউ অত্যন্ত মানসিক আঘাত পান। ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের অভিজ্ঞতা জীবন বদলে দিতে পারে। তাই এক একজনের এই বিষয়ে এক একরকম মত রয়েছে।
নানা কারণে ডিভোর্স হয়। যাঁদের ইতিমধ্যেই ডিভোর্স হয়েছে, যাঁরা সম্পর্ক ভাঙার অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন, তাঁরাই জানেন বিবাহ বিচ্ছেদের পর জীবন কেমন হয়। এরকম ৫ জন তাঁদের বিবাহ বিচ্ছেদের পরবর্তী জীবনের কথা শেয়ার করলেন
আমায় অন্য কারও জন্য ছেড়ে গিয়েছিল
আমার ও আমার স্ত্রী-এর ৭ বছরের বিবাহিত জীবন। অনেক মুহূর্তের সাক্ষী আমাদের সম্পর্ক। কিন্তু আমার স্ত্রী আমায় ছেড়ে যান অন্য একজনের জন্য , যে তাঁর হয়তো এক মাস আগেই পরিচিত হয়েছে। এই আঘাতটা আমি মেনে নিতে পারিনি। আমার কাছে মুহূর্তেই সব মিথ্যা হয়ে যায়। আমি খুবই একা হয়ে পড়ি। আমার পরিবারের তরফে অনেক সম্বন্ধ আনা হয়েছে, কিন্তু আমি আর এগোতে পারিনি। আমি কাউকে বিশ্বাস করি না।
মানসিক অত্যাচার
বিয়ে নামক বন্ধন থেকে বেরিয়ে আমি মুক্ত অনুভব করেছিলাম। আমি খুব খুশি হয়েছিলাম। কারণ আমার স্বামী আমায় প্রতি মুহূর্তে মানসিক অত্যাচার করত। তাঁর সঙ্গে থাকাকালীন আমি কোনওদিন নিরাপদ বোধ করিনি। যখন আমাদের ডিভোর্স হয়, আমি খুব খুশি হই। ভাবি যে, আমায় আর মানসিক অত্যাচারের শিকার হতে হবে না।
অপছন্দের কারণ
আমি আমার স্বামীকে আর ভালোবাসতাম না। সুন্দর ও সুস্থ সম্পর্কের উদাহরণ ছিল আমার বাবা ও মায়ের দাম্পত্য। আমি তাই দেখেই বড় হয়েছি। আমার স্বামীর মধ্যে এমন কিছু বিষয় ছিল, যা আমি ঘৃণা করতাম। তাই তাঁকে ডিভোর্স দেওয়াই আমার কাছে অন্যতম সহজ রাস্তা ছিল। ডিভোর্স হওয়ার পর আমি খুব শান্তি পেয়েছিলাম। কারণ, আমার কাছে এই বিষয়টি পরিষ্কার ছিল যে, আমি আবার আমার ভালোবাসার মানুষকে খুঁজতে পারি।
অনেক সময় লাগে আঘাত ভুলতে
ডিভোর্সের যন্ত্রণা ভুলতে আমার অনেকদিন সময় লেগে গিয়েছিল। আমার স্ত্রী’র সঙ্গে কাটানো মুহূর্ত মনে করতাম। মদ্যপান করতাম। প্রায় প্রতিদিন কান্নাকাটি করতাম। আমি আমার স্ত্রীকে হারাতে চাইনি। এরকম হতে হতে প্রায় ১০ মাস কেটে যায়। আমি ধীরে ধীরে জীবনের রাস্তায় ফিরতে শুরু করি। নিজেকে নতুন করে খুঁজে পাই।
আবার বিয়ের সুযোগ থাকে
আমার আগের স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর আমি আবার বিয়ে করি। আমার আগের বিয়েতে প্রচুর সমস্যা ছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না। যখন আমার পরিবার আমার জন্য আবার অন্য সম্বন্ধ নিয়ে আসে, আমি হতবাক হয়ে যাই।
আমি ভাবতে পারিনি যে আমায় নতুন করে কোনও পুরুষের সঙ্গে থাকতে হবে। কিন্তু এখন আর সমস্যা নেই। আমি খুশি। সেই সুযোগ পেয়েছিলাম বলে আমি জীবনে সঠিক মানুষ খুঁজে পেয়েছি। সুখী দাম্পত্য আমাদের।
সূত্র: এই সময়