Home First Lead ডিসেম্বরের শেষদিকে চট্টগ্রাম সিটিতে ভোট

ডিসেম্বরের শেষদিকে চট্টগ্রাম সিটিতে ভোট

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: চলতি ডিসেম্বরের শেষদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন হতে পারে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর বুধবার ( ২ ডিসেম্বর ) এই তথ্য জানিয়ে সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম সিটির ভোটের জন্য তফসিল দেয়ার কোন প্রয়োজন নেই, প্রয়োজন কেবল ভোটের তারিখ ঘোষণা। তবে, কোন কারণে যদি ডিসেম্বরে তা সম্ভব না হয় তাহলে জানুয়ারিতে হবে। অবশ্য, চট্টগ্রামে ভোটের জন্য ইসির হাতে ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে।

দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার ভোটের তফসিল ঘোষণাকালে সাংবাদিকদের চট্টগ্রাম সিটির নির্বাচনের ব্যাপারে ঐ তথ্য জানান।

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা ছিল গত ২৯ মার্চ। করোনা পরিস্থিতিতে জনসাধারণের দাবির মুখে তা স্থগিত করা হয়।

ভোটে বৈধ ছয় প্রার্থী হলেন- আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম।

 ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালের ৫ আগস্ট। বর্তমানে সরকার মনোনীত প্রশাসকের অধীনে কর্পোরেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর বলেছেন, দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার ভোট আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে ।

এগুলোর মধ্যে ২৯টিতে ইভিএম এবং ৩২টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত।

বুধবার (০২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

দেশে মোট পৌরসভা ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই পৌরসভার ভোটগ্রহণ করতে হয়।

একই জেলার একাধিক পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে মো. আলমগীর বলেন, ব্যালট এবং ইভিএম ব্যবহারের ক্ষেত্রে আমরা বিবেচনায় নিয়েছি যে, একটি জেলায় একইসঙ্গে ব্যালটে এবং ইভিএমে ভোট হবে।