নীলফামারী থেকে মো. জহুরুল ইসলাম: গরু বাধতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফনিরাম (৫৫) ও তার স্ত্রী বিরোবালা ( ৫০) র মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নয়ানি বাকডোকরা নন্দী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায় ।
এবিষয়ে কয়েকজন প্রত্যক্ষদর্শীদের সাথে কথা হলে তারা জানান যে ফনিরাম ও বিরোবালা বিকেল সাড়ে তিন টার দিকে গরু নিয়ে রাস্তায় খুঁটিতে বাধতে গেলে বিদ্যুতারিত হয়ে ঘটনা স্হলে ফনিরাম বর্মণ মারা মারা যায়। বিরোবালাকে হাসপাতালে নেয়া হলে সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এদিকে ডোমার থানার ওসি মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার ব্যাপারে অবহিত বলে জানান।