Home আন্তর্জাতিক ক্ষতিগ্রস্ত তেলের জাহাজটি কঠোর নিরাপত্তায় মুম্বাইয়ের পথে

ক্ষতিগ্রস্ত তেলের জাহাজটি কঠোর নিরাপত্তায় মুম্বাইয়ের পথে

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

সৌদি আরব থেকে অশোধিত তেল নিয়ে ভারতের মুম্বাই আসার পথে শনিবার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত লাইবেরিয়া পতাকাবাহী ‘এমভি চেম প্লুটো’ কে ভারতীয় উপকূলরক্ষীর জাহাজ বিক্রম পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। সোমবার নাগাদ চেম প্লুটো মুম্বাই নোঙর করবে বলে আশা করা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় এ ধরনের একটি স্ট্যাটাস দিয়েছে উপকূলরক্ষী। আইসিজিএস বিক্রম এমভি কেম প্লুটোকে পথ দেখিয়ে মুম্বাই বন্দরে নিয়ে আসছে ৷ সেই সঙ্গে আকাশপথে উপকূলরক্ষী বাহিনীর ড্রোনিয়ার বিমান নজরদারি চালাচ্ছে ৷ যাতে ফের কোনও ড্রোন বা অন্যভাবে হামলার শিকার না হয় এমভি কেম প্লুটো ৷

সংবাদসংস্থা এএনআই ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর উদ্বৃতি দিয়ে জানিয়েছে ‘‘ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ‘আইসিজিএস বিক্রম’ আজ সকালে মুম্বই অভিমুখে আরব সাগরে বাণিজ্যিক জাহাজ এমভি কেম প্লুটোকে পথ দেখাচ্ছে ৷ গতকাল একটি ড্রোন দ্বারা হামলার পর, বাণিজ্যিক জাহাজের সদস্যরা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে সাহায্য চেয়েছিল ৷’’ সেই মতো ‘আইসিজিএস বিক্রম’, এমভি প্লুটোকে পথ দেখিয়ে নিয়ে আসছে ৷ সেই সঙ্গে আকাশপথে ‘আইসিজিএস ড্রোনিয়ার’ ওই এলাকায় নজরদারি চালাচ্ছে ৷

গুজরাটের ভেরাভাল উপকূল থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ঐ ড্রোন হামলা হয়।  জাহাজটিতে ২০ জন ভারতীয় নাবিক রয়েছে। ড্রোন হামলার পর জাহাজটিতে আগুনও ধরে যায়। পরে তা নির্বাপণ সম্ভব হয়েছে। ঘটনায় কেউ হতাহত হয়নি। জাহাজের পরিকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে । লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাংকারটির সাথে ইজরায়েল যোগ রয়েছে । ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স জানিয়েছে, ড্রোন হামলার জেরে তীব্র বিস্ফোরণ হয় জহাজের ডেকে।

ইসরায়েল-হামাস যুদ্ধের পর থেকে লোহিত সাগরে ড্রোন হামলা বৃদ্ধি পেয়েছে। নেপথ্যে রয়েছে ইরান সমর্থিত হুথি-গোষ্ঠী। হুথি জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসের পক্ষে রয়েছে তারা। সে কারণে ইসরায়েলর সঙ্গে যোগ রয়েছে এমন বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চলবে। হুথির এই হুঁশিয়ারির কারণে ঘুরপথে আফ্রিকার দক্ষিণ দিয়ে গন্তব্যে যাচ্ছে ইসরায়েলের বাণিজ্যিক জাহাজ। হোয়াইট হাউস স্পষ্টই এর নেপথ্যে ইরানের ‘যোগ’ দেখেছে। ইরানের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ রেজ়া নাকদি পাল্টা হুমকি দিয়ে জানিয়েছেন, গাজ়ায় আমেরিকা এবং তার জোটসঙ্গীরা ‘অপরাধ’ বন্ধ না করলে ভূমধ্যসাগর, জিব্রাল্টার প্রণালী দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হবে।