Home First Lead ১১ কোটি এনআইডির তথ্য বিক্রির মামলায় গ্রেপ্তার সাবেক সিনিয়র সচিব জিয়াউল

১১ কোটি এনআইডির তথ্য বিক্রির মামলায় গ্রেপ্তার সাবেক সিনিয়র সচিব জিয়াউল

এন এম জিয়াউল আলম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে মঙ্গলবার (৪ মার্চ) রাতে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এগারো কোটির বেশি নাগরিকের ৪৬ ধরণের ব্যক্তিগত তথ্য চুরি ও বিক্রির অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে জিয়াউল আলমকে।

নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় এক আত্মীয় বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (৫ মার্চ) সিআইডির একটি দল পাঁচলাইশ থানা থেকে তাকে ঢাকায় নিয়ে গেছেন। আজ বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করার পরিকল্পনা রয়েছে সিআইডির।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানিয়েছেন, ‘জিয়াউল আলমকে তার এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই আত্মীয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।’

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি আশরাফুজ্জামান দৌলা জানিয়েছেন, এনআইডির তথ্য ব্যবহার করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমতি দেওয়ার অভিযোগে ঢাকার কাফরুল থানায় একটি মামলা করা হয়। এ মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব গ্রেপ্তার করা হয়।