Home Second Lead তামাক চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা

তামাক চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা

তারাছার তীরে বাদাম ক্ষেত

তারাছার দু’তীরে বিস্তীর্ণ এলাকাজুড়ে তামাক চাষ

ইশ্বরচন্দ্র তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি ( বান্দরবান )  থেকে: ক্ষতিকর তামাক চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এখানকার কৃষকরা। তারা এর পরিবর্তে বাদাম চাষের দিকে ঝুঁকছেন।

তারাছা নদীর দু’তীরে আগে যেখানে তামাক চাষ করা হতো সেখানে এখন বাদাম চাষের সমারোহ। ধারণা করা হচ্ছে বাদাম চাষ তামাকের চেয়ে অধিকতর লাভজনক হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অংবাই মারমা জানালেন, বাদাম চাষিদের প্রয়োজনীয় সব রকমের পরামর্শ দেয়া হচ্ছে। আশা করা হচ্ছে এ বছর লক্ষ্যমাত্রার বেশি এলাকা বাদাম চাষাবাদের আওতায় আসবে। এবারে লক্ষ্যমাত্রা ৩০০ হেক্টর।

চাষিদের কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তারা আগে তামাক উৎপাদন করতেন। তা বাদ দিয়ে সেই একই জমিতে বাদামের আবাদ করা হয়েছে। তারাছা নদীর দু’তীরে তারা এখন বাদাম ক্ষেত পরিচর্যায় সময় অতিবাহিত করছেন।

তাঁরা আরো জানান, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী মার্চ মাসে বাজারে বিক্রির  উপযোগী হবে বাদাম। আর এ বছর ফলনও হবে গত বছরের তুলনায় অধিক। তাতে  স্থানীয় চাহিদা মিটিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহ করা সম্ভব হবে।

বাদাম চাষী মংপ্রু মারমা জানান, তারা বাদাম চাষের পাশাপাশি শীতকালীন সবজি যেমন- ফুলকপি, বাধাকপি, মূলা, বেগুন, টমেটো, লালশাক, পুঁইশাক ও ধনিয়া পাতাসহ বিভিন্ন জাতের সবজি  চাষ করে থাকেন। ইতোমধ্যে অনেক চাষী তাদের উৎপাদিত শাকসবজি বাজারে বিক্রি শুরু করেছেন, যা তাদের জন্য হয়েছে প্রচুর লাভজনক।