Home Third Lead দুবাইয়ে গোল্ড মার্কেটে তামিম ইকবাল

দুবাইয়ে গোল্ড মার্কেটে তামিম ইকবাল

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দেরা দুবাই ল্যান্ড অব গোল্ড বা সোনার দেশ বলে পরিচিত। দুবাইয়ে এসে এই এলাকায় গিয়ে স্বর্ণের দোকানগুলো ঘুরে যাননি এমন পর্যটক মেলা মুশকিল।

দুবাইয়ে ছুটি বেশ ভালোই উপভোগ করছেন জাতীয় দলের অন্যতম তারকা তামিম ইকবাল। সম্প্রতি তিনি আরব আমিরাত সরকার কর্তৃক ১০ বছরের গোল্ডেন ভিসা পেয়েছেন। গত সোমবার বিকালে স্বর্ণের বাজারে দেখা গেল বাংলাদেশের অন্যতম ব্যাটসম্যান তামিম ইকবালকে।

বিশ্বের সবার মতো ঘুরে গেলেন বাহারি ডিজাইনের সোনার গহনায় মোড়ানো চোখ ধাঁধানো সব দোকানে। যা চোখ এড়ায়নি কারওয়াশ ব্যক্তি মো. কাঞ্চনের। দুবাইয়ের স্থানীয় সময় সোমবার বিকাল ৫টায় দেরা দুবাইয়ে গেলেন তামিম ইকবাল। এ সময় কাঞ্চন তামিম ইকবালকে দেখতে পেয়ে সালাম দেন । তামিম ইকবাল সালামের জবাব দিয়ে বাংলাদেশি দেখে কাছে এসে জড়িয়ে ধরে ছবি তোলেন।তিনি বলেন, এই গরমের মধ্যে গাড়ি ওয়াশের কাজ অনেক কষ্টের; দোয়া করি এগিয়ে যাও্।

কাঞ্চন বিষয়টি সাংবাদিক ওবায়দুল হক মানিককে জানালে তিনি স্বর্ণের বাজারে যান। ওবায়দুল মানিকের এক প্রশ্নের জবাবে এই তারকা ক্রিকেটার বলেন, আলহামদুলিল্লাহ ভালোআছি। আপনারা কেমন আছেন। আপনারা গণমাধ্যম কর্মীরা দেশে ও প্রবাসে সমানভাবে কাজ করে যাচ্ছেন। আপনারা সব প্রবাসী বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধা। দোয়া করি আপনারা এগিয়ে যান।