বিজনেসটুডে২৪ ডেস্ক
দু’মাসের মাথায় আজ বুধবার আবারও তামিলনাড়ুর এনএলসি ইন্ডিয়া লিমিটেডের থার্মাল পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ ঘটলো। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। আহত হয়েছেন ১৭ জন।
প্ল্যান্টের ভিতরে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় এনএলসি ইন্ডিয়া লিমিটেডের থার্মাল পাওয়ার প্ল্যান্টে এই বিস্ফোরণে আহতদের সঙ্গে সঙ্গেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ১৮০ কিলোমিটার দূরের এই পাওয়ার প্ল্যান্টে বয়লার বিস্ফোরণের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। মৃত এবং আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কী ভাবে এই বিস্ফোরণ হল তা জানতে তদন্ত শুরু হয়েছে।আপাতত আগুন নিয়ন্ত্রণে । থার্মাল পাওয়ার প্ল্যান্টের বয়লার ঠিক ভাবে কাজ করছিল না। ওই বয়লারে কী ত্রুটি আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
দুই মাসের মধ্যে এই নিয়ে দু’বার বিস্ফোরণ হল এই থার্মাল পাওয়ার প্ল্যান্টে। গত মে মাসেও এই প্ল্যান্টে বয়লার বিস্ফোরণে আহত হয়েছিলেন ৮ জন।