বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সিটি কর্পোরেশনের স্থগিত হওয়া ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে রবিবার (২৮ ফেব্রুয়ারি)। সিটির এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলায়মান সেলিমের মৃত্যুতে এই ওয়ার্ডের নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন।
কর্পোরেশনের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডেটিতে মোট ১৫ হাজার ১৬৮ জন ভোটারের বিপরীতে ভোটকেন্দ্র রয়েছে ৭টি ও বুথের সংখ্যা ৪২টি।
এই ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ৪ প্রার্থী। আওয়ামী লীগের দলীয় মনোনয়নে লাটিম প্রতীকে লড়ছেন আবদুস সালাম মাসুম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মিষ্টি কুমড়া প্রতীকে সতন্ত্রভাবে লড়ছেন ইয়াছির আরাফাত, বিএনপির দলীয় মনোনয়নে রেডিও প্রতীকে মো. দিদারুর রহমান লাভু ও ঠেলাগাড়ি প্রতীকে সতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন হানিফ ভূঁইয়া।
সহকারি রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য ৪ জন ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৬ জন করে পুলিশ সদস্য, ১২ জন আনসার সদস্য ও র্যাবের টিম উপস্থিত থাকবেন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কর্পোরেশনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, এই ওয়ার্ডের ৭টি কেন্দ্রের ৪২টি বুথে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে এই ওয়ার্ডে ৭ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪২ জন সহকারি প্রিসাইডিং কর্মকর্তা ও ৮৪ জন পোলিং কর্মকর্তা প্রস্তুত রয়েছেন।