Home আকাশপথ তার্কিশ এয়ারলাইন্স চলবে নতুন শর্তে

তার্কিশ এয়ারলাইন্স চলবে নতুন শর্তে

তুরস্ক: করোনার সংক্রমণ এড়াতে ৩০ ডিসেম্বর থেকে বিমান ভ্রমণ করতে করোনাভাইরাস নেগেটিভ পরীক্ষার প্রমাণ দিতে পিসিআর টেস্টের ফলাফল জমা দেওয়া বাধ্যতামূলক করল তুরস্কের বিমান সংস্থা তার্কিশ এয়ারলাইন্স। এই সিদ্ধান্ত কার্যকরে ২৮ ডিসেম্বর থেকে কাজ শুরু হবে বলে শুক্রবার সংস্থাটি জানিয়েছিল।

সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, ভ্রমণের জন্য পিসিআর টেস্টে নেগেটিভ ফলাফল দেখাতে ব্যর্থ হলে কোনো যাত্রীকে বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে না। এই বাধ্যবাধকতা অবশ্য ৮ বছরের কম বয়সী যাত্রীর জন্য নয়, আর এটা কার্যকর থাকবে আগামী ১ মার্চ পর্যন্ত।

এই ব্যাপারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা জানান, তুরস্কে আসতে বা তুরস্ক ছাড়তে স্থল, নৌ আর আকাশপথে ভ্রমণে করোনার পিসিআর টেস্টের নেগেটিভ সনদ দাখিল করতে হবে। টেস্ট হতে হবে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে, যা ৩০ ডিসেম্বর থেকে কার্যকর করা হবে।

বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে থাকায় তুরস্কে আগমনের ক্ষেত্রে তুর্কি সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

করোনার সংক্রমণ এড়াতে সতর্ক পদক্ষেপ হিসেবে গত রোববার থেকেই যুক্তরাজ্য, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে তুরস্ক।

-বিজনেসটুডে২৪ ডেস্ক