Home First Lead তালিকাভুক্ত-অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান ১৫ শতাংশ করার প্রস্তাব

তালিকাভুক্ত-অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান ১৫ শতাংশ করার প্রস্তাব

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করহারের ব্যবধান ১৫ শতাংশে উন্নীত করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিএসইসি গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ে বাজেট প্রস্তাব জমা দিয়েছে। বহুজাতিকসহ ভালো কোম্পানি পুঁজিবাজারে আনতে কর সুবিধার প্রস্তাব করা হয়েছে।

শেয়ার ও বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি অর্থায়নে উদ্বুদ্ধ করতে আগামী বাজেটে কয়েকটি ক্ষেত্রে কর সুবিধার প্রস্তাব দিয়েছে কমিশন।

২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাবে এসইসি জানিয়েছে, বহুজাতিকসহ ভালো কোম্পানিগুলোর পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের প্রয়োজন কম। যেসব কোম্পানি আর্থিকভাবে সচ্ছল ও যারা সহজ শর্তে বিদেশি অথবা আন্তর্জাতিক অর্থ সংস্থার তহবিলের জোগান পায়, সেসব কোম্পানিকে পুঁজিবাজারে আনার লক্ষ্যে বাজেট সুবিধা প্রদান করা প্রয়োজন। এমন পরিস্থিতিতে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির করহারের ব্যবধান সর্বোচ্চ ১৫ শতাংশ করার অনুরোধ জানিয়েছে এসইসি।

প্রস্তাবে তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ হতে উৎসে দ্বৈতকর কর্তনের বিধান বাতিলের পাশাপাশি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড হতে অর্জিত আয়ের ক্ষেত্রে এক লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয় হিসেবে বিবেচনা করতে বলেছে।

অর্থ আইন-২০২০ অনুযায়ী, বর্তমানে মার্চেন্ট ব্যাংকের আয়ের ওপর করহার ৩৭ দশমিক ৫ শতাংশ। এই করহার ১০ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ২৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হলে এসব প্রতিষ্ঠানে মূল কোম্পানিগুলো আরও বিনিয়োগে আগ্রহী হবে।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, বর্তমানে ব্যাংক, বীমা বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত সব ধরনের করদাতাদের জিরো কুপন বন্ড হতে উদ্বুত আয় করমুক্ত। বিদ্যমান জিরো কুপন বন্ডের ক্ষেত্রে যে রাজস্ব প্রণোদনা দেওয়া আছে, তা অন্য শ্রেণির বন্ডের জন্য প্রযোজ্য নয়। সম করসুবিধা নিশ্চিত করতে জিরো কুপন বন্ডের প্রযোজ্য করসুবিধা অন্য সব ধরনের বন্ডের ও সব শ্রেণির বিনিয়োগকারীদের ক্ষেত্রে প্রযোজ্য করার জন্য বাজেট প্রস্তাবে অনুরোধ করা হয়েছে।