রাহাদ হাসান মুন্না,তাহিরপুর: তাহিরপুর উপজেলায় ‘মুজিবশতবর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে ৪০ টি ‘ভূমিহীন ও গৃহহীন’ পরিবারকে ঘর দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কনফারেন্স রুমে ‘ভূমিহীন ও গৃহহীন’ উপকারভোগী পরিবারগুলোর মাঝে ঘর হস্তান্তর করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির।
এ সময় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁ, উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, উপজেলা (মহিলা) ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, বালিজুরি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আজাদ হোসাইন, বাদাঘাট ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন প্রমুখ সহ উপজেলা আ.লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির জানান, ৩য় পর্যায়ে (ক শ্রেণীর) ১১০ টি ঘরের নির্মাণ কাজ চলমান। ৪০ টি ঘরের কাজ সম্পুর্ণ হওয়ায় এসব ঘর উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, অবশিষ্ট ঘরগুলোর কাজ শেষ হলে ধারাবাহিকভাবে ‘ভূমিহীন ও গৃহহীন’ পরিবারগুলোর মাঝে হস্তান্তর করা হবে।