Home আন্তর্জাতিক তিন দিক থেকে ঘেরাও ইউক্রেন

তিন দিক থেকে ঘেরাও ইউক্রেন

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

ইউক্রেনকে তিন দিক দিয়ে ঘিরে ফেলেছে লাখ লাখ রুশ সেনা। আমেরিকা জানিয়েছে, প্রায় দেড় লক্ষ রুশ সেনা কিয়েভ ঘিরে রেখেছে। সেনা মহড়া চলছে সীমান্ত এলাকায়। অস্ত্রশস্ত্র, যুদ্ধ-ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। যে কোনও মুহূর্তে আক্রমণের আশঙ্কাও করা হচ্ছে।

কিয়েভের পরিস্থিতি শোচনীয়। চারদিক থেকে ঘিরে রেখেছে রুশ সেনা। ম্যাক্সারের হাই রেজোলিউশন স্যাটেলাইট ইমেজে দেখিয়েছে, গত ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেনের সীমান্তে লক্ষাধিক সেনার সমাবেশ হয়েছে। বেলারুজ, ক্রিমিয়া ও পশ্চিম রাশিয়া সীমান্ত এলাকায় অস্থায়ী সামরিক পরিকাঠামো তৈরি হয়ছে। অ্যাটাক হেলিকপ্টার চক্কর দিচ্ছে আকাশে।

উপগ্রহ চিত্র ভয় ধরিয়ে দেওয়ারই মতো। রাশিয়া-ইউক্রেন সীমান্তে এখন যুদ্ধের আবহ। ফাইটার-বোম জেট উড়ে বেড়াচ্ছে আকাশে। সেনা কনভয় অস্ত্রশস্ত্র নিয়ে যাতায়াত করছে। কমব্যাট ইউনিট তৈরি হয়েছে। মিসাইল নিক্ষেপ করার পরিকাঠামোও তৈরি। সারি সারি যুদ্ধ-ট্যাঙ্ক নির্দেশের অপেক্ষা করছে। বেলারুশের জায়াব্রোভকা অঞ্চলে সেনাবাহিনী, সাঁজোয়া গাড়ি ও হেলিকপ্টার দেখা গিয়েছে। ওই জায়গাটি ইউক্রেনের সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে। ইউক্রেন সীমান্ত থেকে ৪৫ কিলোমিটার দূরে রেচিস্তা শহরে মোতায়েন হয়েছে বাড়তি সেনা।

তবে মস্কো জানিয়েছে, কোনও যুদ্ধ হবে না। ইউক্রেন আক্রমণ করার পরিকল্পনাও নেই। রুশ সেনা মহড়া দিচ্ছিল, তাদের কাজ শেষ হয়ে গেছে। সেনারা এবার ফিরে যাবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র বলেছেন, মঙ্গলবার সাদার্ন ও ওয়েস্টার্ন ইউনিটেরসেনারা ফিরতে শুরু করেছেন। রেল ও সড়ক পথে ফিরছেন তাঁরা। তাঁদের কাজ শেষ হয়ে গিয়েছে।  এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফোনে পুতিনের সঙ্গে কথা বলেন। বাইডেন হুমকি দেন, রাশিয়া ইউক্রেনে হামলা করলে আমেরিকাও দ্রুত ব্যবস্থা নেবে। পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সোইগু বলেন, স্রেফ মহড়ার জন্য সেনা সমাবেশ করা হয়েছিল। মহড়া শেষের দিকে।