Home First Lead তিস্তা নিয়ে ভারত দৃঢ়ভাবে কাজ করছে: দোরাইস্বামী

তিস্তা নিয়ে ভারত দৃঢ়ভাবে কাজ করছে: দোরাইস্বামী

বিজনেসটুডে২৪ ডেস্ক

তিস্তা নিয়ে ভারত খুব দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। তবে এটি শুধু কেন্দ্রীয় সরকারের বিষয় নয়, রাজ্য সরকার এটির সঙ্গে খুব বেশি জড়িত।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে কূটনীতিক প্রতিবেদকদের আয়োজনে ডিক্যাব টকে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মার্চ স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে বাংলাদেশে আসবেন। এ সফর নিয়ে জ্বালানি ও রাজনৈতিক অনেক বিষয় নিয়ে কাজ হচ্ছে।

বঙ্গবন্ধু ও মহাত্মা গান্ধীর (বাপু) মিউজিয়াম ভারতে প্রতিষ্ঠা হয়েছে। এটি এবার বাংলাদেশসহ বিশ্বের অন্য দেশেও প্রতিষ্ঠা করা হবে। বেশ কিছু প্রকল্প শেষ হয়েছে আরও নতুন প্রকল্পের কাজ হচ্ছে বলে জানান তিনি।

বিক্রম কুমার দোরাইস্বামী সীমান্ত হত্যা সম্পর্কে বলেন, কেউ হত্যা চায় না। অনেকে আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে আক্রমণ করে। এ সকল ঘটনা রাত ১১টা থেকে ভোর ৪টার মধ্যে হয়ে থাকে।

অনেক সময় কেউ কেউ নিজেদের মধ্যে লড়াই করেও মারা যাচ্ছে, বলেন দোরাইস্বামী।