Home Uncategorized তুরিন আফরোজের বিরুদ্ধে যত অভিযোগ

তুরিন আফরোজের বিরুদ্ধে যত অভিযোগ

প্রসিকিউটর তুরিন আফরোজকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ তিনটি হলো- তিনি বোরকা পরে আসামির সঙ্গে গোপন বৈঠক করেছেন; মামলার নথি হস্তান্তর করেছেন এবং মামলার মেরিট নিয়ে আলোচনা করেছেন।

ড. তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে অপসারণ করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

তুরিন আফরোজকে পেশাগত অসদাচরণ, শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পদ থেকে অপসারণ করা হয়।

এর আগে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। এরপর তাকে মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেয়া হয়।