Home Third Lead ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে: সুজন

ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে: সুজন

চট্টগ্রাম: সকলকে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

শুক্রবার সকালে ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডের আওতাধীন নবগঠিত এ,বি ও সি ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ সুজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি সকলের প্রতি এ আহবান জানান।

এ সময় তিনি বলেন যে কোন মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের সকলকে নিয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন ১৯৭৫ পরবর্তী কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে যারা ত্যাগ, শ্রম এবং মেধা দিয়ে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ ছিল, জেল, জুলুম এমনকি বিভিন্ন নির্যাতনেও দলকে ছেড়ে যায়নি তাদেরকে মূল্যায়ন করতে হবে। ত্যাগী নেতা-কর্মীদের সাথে নিয়ে পথ চললে সে যাত্রা অনেকাংশে সুগম হবে। জঙ্গী, সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাস বিরোধী যে কোন কর্মকান্ডে দলের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ বাস্তবায়নে অবিচল থাকতে হবে।

নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা চৌধুরী মোহাম্মদ আলী, আনছারুল ইসলাম, শাহাদাত হোসেন শাহেদ, এমদাদুল হাসান বাবু, মো. ইলিয়াছ, নুরুল আবছার আজম খান, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুল কবির, গিয়াস উদ্দিন চৌধুরী, ইফতেখার উদ্দিন ওমর, আসিফ ইসলাম, মো. আলী, প্রিয়তোষ সরকার, জাহাঙ্গীর আলম, আমজাদ হোসেন চৌধুরী, মো. ইদ্রিছ, নিজাম উদ্দিন, আব্দুল কাইয়ুম, ঝন্টু ভট্টাচার্য, সিরাজুদ্দৌলা নিপু, মো ইদ্রিছ মিঠু, ফেরদৌস মাহমুদ আলমগীর, মো. সেলিম, প্রকৌশলী মিজানুর রহমান জনি, ফয়সাল বিন নিজাম, আনন্দ আচার্য, তানজিব আহসান পাপ্পু, অসিত দেব, সামীর আকাশ, মেহেদি হাসান অনিক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি