কলকাতা: ত্রিপুরার উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ করল তৃণমূল। ভিডিও টুইট করে অভিষেক সরাসরি আক্রমণ শানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে।
অভিষেক ভিডিও টুইট করে লিখেছেন, “বিজেপির জমানায় ত্রিপুরার গণতন্ত্র। দারুণ কাজ করেছেন বিপ্লব দেব, রাজ্যটাকে একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন!”যে ভিডিও টুইট করেছেন অভিষেক তাতে দেখা যাচ্ছে, তাঁর গাড়ি যখন আগরতলা-সাব্রুম রোড দিয়ে যাচ্ছে তখন গোকুলনগরের কাছে বিজেপি কর্মীরা কার্যত ঘিরে ফেলে অভিষেকের গাড়ি। কয়েক সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, গাড়ির সামনের কাচে লাঠি দিয়ে বাড়ি মারা হচ্ছে।
এই নিয়ে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। সোমবার যে অভিষেক ত্রিপুরায় যাবেন তা গত শনিবারই তৃণমূল ঘোষণা করেছি। গতকাল ত্রিপুরা প্রদেশ বিজেপি সিদ্ধান্ত নেয় এদিন রাস্তায় নেবে দলের কর্মীরা ৯০ শতাংশ টিকাকরণ সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবঙ্গ বিপ্লব দেবকে ধন্যবাদ জানাবেন।
অনেকের মতে, অভিষেকের কর্মসূচির দিন বিজেপির পাল্টা কর্মসূচিই সংঘাতের আবহ তৈরি করেই রেখেছিল। সেটাই ঘটেছে। তৃণমূলের বক্তব্য, এখন দল সে ভাবে কাজই শুরু করেনি। তাতেই ভয় পেয়ে গিয়েছে বিপ্লব দেব সরকার। আইপ্যাক কর্মীদের আটক থেকে অভিষেকের কনভয়ে হামলা—সবই সেই ভয় থেকেই হচ্ছে। কিন্তু বিজেপির এটা বুঝে নেওয়া উচিত, আগামী দিনে তাঁদের ভয় আরও বাড়বে।
যদিও ত্রিপুরার মাটিতে অভিষেকের কনভয়ে হামলার অভিযোগ নিয়ে, ত্রিপুরা বিজেপির এক মুখপাত্র বলেন, “মনে আছে অভিষেকের কেন্দ্র ডায়মন্দ হারবারে জেপি নাড্ডার কনভয়ে কী ঘটনা ঘটানো হয়েছিল? সংগঠিত হামলাকে জনরোষ বলেছিল তৃণমূল। আর এটা তো মানুষের স্বতস্ফূর্ত ক্ষোভ।
বিজনেসটুডে২৪ ডেস্ক