Home চট্টগ্রাম দারুলউলুম মাদরাসাকে কোরআন হাদিসের চর্চাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে

দারুলউলুম মাদরাসাকে কোরআন হাদিসের চর্চাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে

চট্টগ্রাম: নগরীর চন্দনপুরায় অবস্থিত দেশের প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম কামিল মাদরাসাকে কোরআন হাদিসের চর্চাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ (আহসান সাইয়্যেদ)।

তিনি আজ শনিবার মাদরাসায় চলমান ফাজিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনশেষে  গভর্ণিং বডি এবং শিক্ষকদের সাথে মতবিনিময়কালে ঐ আহ্বান জানান। দারুল উলুম কামিল মাদরাসাকে ইসলামি জ্ঞান চর্চার পাদপীঠ বলে উল্লেখ করেন তিনি। মাদরাসার পড়ালেখার মান উন্নয়নে শিক্ষকদের মেধা প্রয়োগ করার আহবান জানিয়ে বলেন, মাদরাসার উন্নয়নে যত রকম সহযোগিতা প্রয়োজন তা দিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সদা প্রস্তুত।

আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও শিক্ষামন্ত্রীর আন্তরিকতায় মাদরাসা শিক্ষায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন, মাদরাসা শিক্ষা অধিদপ্তর স্থাপন, শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধির মাধ্যমে মাদরাসা শিক্ষাকে আধুনিকায়নের কাজ করছে সরকার।

পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ ও পরীক্ষা পরিচালনায় সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীদের একাডেমিক শৃংখলা কঠোরভাবে মেনে চলার আহবান জানান ড. মুহাম্মদ আহসান উল্লাহ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসা গভর্নিং কমিটির সভাপতি খোরশেদ আলম সুজন, অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাওলানা মুহাম্মদ মুহসিন ভূঁইয়া, উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম ছিদ্দিকীসহ শিক্ষক প্রতিনিধিবৃন্দ।

মতবিনিময় শেষে উপাচার্য দেশ ও জাতির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত কামনা করেন।-সংবাদ বিজ্ঞপ্তি