Home বিনোদন `দিন দ্য ডে’ বাংলাদেশের একশটি সিনেমার বাজেটের সমান: জলিল

`দিন দ্য ডে’ বাংলাদেশের একশটি সিনেমার বাজেটের সমান: জলিল

বিজনেসটুডে২৪ ডেস্ক

অনন্ত জলিল বলেন, আমরা ‘দিন দ্য ডে’ নামের যে মুভিটি করেছি তা বাংলাদেশের এই প্রেক্ষাপটের নির্মিত একশ’টি সিনেমার বাজেটের সমান। যেহেতু আমি আর ইরান যৌথভাবে ছবিটি নির্মাণ করেছি। তাই আমি শুধু বাংলাদেশি অংশটুকু ইনভেস্ট করেছি। না হলে এতো টাকা আমি একা লগ্নী করলে মার্কেট থেকে টাকা তোলে না আনতে পারলে আমার কোম্পানি দেউলিয়া হয়ে যেতো।

রোববার রাজধানীর পাঁচ তারকা হোটেলে নতুন সিনেমা ‘নেত্রী দ্য লিডার’র মিট দ্য প্রেস তিনি এ কথা বলেন।

বিদেশে যৌথ প্রযোজনায় বড় বড় বাজেটের ছবিতে লগ্নী করলেও ঠিক এই ধরনের ছবিতে শাকিব খানকে নিয়ে কাজ করার কোনে পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে জলিল বলেন, সহজ ভাষায় বলেন, এমন প্রজেক্টের জন্য অনেক প্রফেশনাল হতে হয়, গুড হিউমন হতে হয়। মোট কথা ব্যাক্তিগত প্রোফাইল থাকতে হয় সচ্ছ। কারণ আমি যখন ইরানের সঙ্গে কাজ করতে যাই তখন ইরানের মেয়র, সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে আমার মিটিং করতে হয়েছে। তারা আমার উপর তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশে পাঠিয়েছে। আমি ব্যক্তিটা আসলে কেমন সেটা যাচাইয়ের জন্য। তারা তদন্তের পর আমাকে নিয়ে ১৪ পৃষ্টার একটা রিপোর্ট দেন। যেখানে আমার সব কর্মকাণ্ডের কথা বলা ছিলো। বিদেশে কাজ করতে হলে ভালো প্রোফাইলের প্রয়োজন আছে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। আপনি কলকাতায় ছবি করতে গেলে হয়তো এসব প্রোফাইলের দরকার হবে না। কিন্তু বলিউড, ইরান, তুর্কি এদের সঙ্গে যৌথ প্রযোজনা ছবি করতে হলে আপনার প্রোফাইল দরকার আছে।’