বিজনেসটুডে২৪ ডেস্ক
অতীতে কোভিডে যে ভ্যারিয়ান্টগুলি ) দেখা গিয়েছে, ওমিক্রন সম্ভবত তাদের চেয়ে বেশি বিপজ্জনক নয়। বিশ্ব জুড়ে ওমিক্রন আতঙ্কের মধ্যে আশার কথা শোনাল হু।
হু র ধারণা, কেউ যদি কোভিড ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়ে থাকেন, তিনি সম্ভবত ওমিক্রনে আক্রান্ত হবেন না।
হু-র এমার্জেন্সিস ডিরেক্টর মাইকেল রায়ান বলেন, “ওমিক্রন নিয়ে গবেষণা করে প্রাথমিকভাবে জানা গিয়েছে, অতীতে ডেল্টা বা অন্যান্য ভ্যারিয়ান্টে আক্রান্ত হলে মানুষ যতদূর অসুস্থ হয়ে পড়তেন, ওমিক্রনে আক্রান্ত হলে তার চেয়ে বেশি অসুস্থ হবেন না।” একইসঙ্গে তিনি জানান, নতুন ভ্যারিয়ান্ট নিয়ে গবেষণা এখনও প্রাথমিক স্তরে রয়েছে।
মহামারী বিশেষজ্ঞ রায়ান স্বীকার করেন, ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিন হয়তো পুরোপুরি কার্যকর নাও হতে পারে। তবে তাঁর মতে, তেমন সম্ভাবনা খুবই কম।
কোভিডের পরপর দুটি ঢেউয়ের ধাক্কা সামলে ঠিক যখন কোভিডের গ্রাফ নিম্নমুখী হচ্ছিল,তখনই নতুন করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রনের খবর ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এর সংক্রমণের হার যে অত্যন্ত বেশি, তাতে সন্দেহ নেই কারও।