Home চট্টগ্রাম দুর্গাপূজায় ৩ দিনের ছুটির দাবি সচেতন হিন্দু সমাজের

দুর্গাপূজায় ৩ দিনের ছুটির দাবি সচেতন হিন্দু সমাজের

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: আসন্ন দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়েছেন সচেতন হিন্দু সমাজ। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

লিখিত বক্তব্যে সচেতন হিন্দু সমাজের আহ্বায়ক রিপম দাশ শেখর বলেন, সংবিধানে সকল ধর্মের সমান অধিকারের কথা বলা থাকলেও পাঁচদিন ব্যাপী দুর্গা উৎসবের জন্য ছুটি রয়েছে শেষের একদিন। এর ফলে হিন্দু ধর্মাবলম্বীরা বৈষম্যের শিকার হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের দশটিরও অধিক সংগঠন তিনদিনের ছুটির দাবি পূরণের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, সভা-সমাবেশ ,মানববন্ধন ইত্যাদি কর্মসূচি পালন করলেও দাবি এখনো পূরণ হয়নি। এ দাবি আদায়ের লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর আমাদের ঘোষিত কর্মসূচি ৮ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া ৮ অক্টোবর বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গণ জমায়েতের পর এক দফা এক দাবিতে গণভবনমুখী লংমার্চ শুরু হবে।

এ সময় সমন্বয়ক বিপ্লব দাস, সভাপতি  অজিত শীল, কিরণ শর্মা, অশোক চক্রবর্তী, রাজেশ চক্রবর্তী, লিংকন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।