Home অন্যান্য ধর্ষকদের মৃত্যুদণ্ড দাবিতে সিলেটে মানববন্ধন

ধর্ষকদের মৃত্যুদণ্ড দাবিতে সিলেটে মানববন্ধন

বিজনেসটুডে২৪ প্রতিনধি

সিলেট:  ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ব্যানার, ফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদ জানান তারা।

মানববন্ধনে ব্যানার-ফেস্টুনে বিভিন্ন প্রতিবাদী লেখা ছিল। ‘আর কোনো দাবি নাই ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই’, ‘যে ইজ্জতের দামে স্বাধীনতা পেলাম সে ইজ্জত যদি দেশের কুলাঙ্গারগুলো কেড়ে নেয় তাহলে স্বাধীনতার মানে কী’, পাথর ছুড়ে মারা হোক, প্রকাশ্যে শিরদণ্ড করা হোক’, ‘নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি’ ইত্যাদি।

মানববন্ধনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, বর্তমান সময়ে মা-বোনেরা তার ইজ্জত নিয়ে শংকিত, ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। নিত্যদিন এসব ঘটনা দেখে আমরা সাধারণ শিক্ষার্থীরা লজ্জিত। দেশব্যাপী ধর্ষণ, নারী নির্যাতন কমাতে সরকারকে ঘরে-বাইরে নিরাপত্তা জোরদার করতে হবে যাতে আর কোনো মা-বোনকে এভাবে নির্যাতিত হতে না হয়। ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এই অপরাধ মহামারী আকার ধারণ করেছে বলে তারা উল্লেখ করেন।