Home Third Lead ভোটের মাঠে আকর্ষণ ৮১ ফুটের নৌকা

ভোটের মাঠে আকর্ষণ ৮১ ফুটের নৌকা

ঢাকার অদূরে ধামরাইয়ের কাঠালিয়ায় ৮১ ফুটের এই নৌকাটি মানুষের অন্যতম আকর্ষণ। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ধামরাই ( ঢাকা ): ভোটের মাঠে ধামরাইয়ে সাধারণ মানুষের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে ৮১ ফুট লম্বা এক নৌকা। যিনি এটা তৈরি করেছেন তিনি বিগত সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী ছিলেন। পরাজিত হয়ে তিনি আওয়ামী লীগে যোগদান করেন এবং নৌকার ভক্ত হয়ে যান।

ঢাকা-২০ (ধামরাই) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বেনজীর আহমদ। ধামরাইয়ের কাঠালিয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল মান্নান নৌকার প্রার্থী বেনজীর আহমদের অন্ধ ভক্ত। তিনি ঐ নৌকাটি তৈরি করেছেন। তা নিয়ে প্রতিদিনই প্রচারণা করছেন। আর তার এ নৌকা দেখতে আসছেন উপজেলার বিভিন্ন গ্রামের লোকজন।

আব্দুল মান্নান বলেন, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বেনজীর আহমদের প্রতিদ্বন্দ্বি হিসেবে অংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিলাম। ভোটের ব্যবধান অনেক ছিল। কারণ নৌকার প্রার্থী বেনজীর আহমদ একজন ভদ্র, শিক্ষিত ও ভালো মানুষ হিসেবে পরিচিত। তাই এবার আমি তার দলে যোগদান করেছি। লাল ও কালো কাপড় দিয়ে তৈরি ৮১ ফুট লম্বা নৌকা নিয়ে প্রতিদিনই তার জন্য ভোট চাচ্ছি। আশা করছি সাতজন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে এবারও বেনজীর আহমদ বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন।

ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম কবির জানান,  আব্দুল মান্নানের মত অনেক লোক নৌকার প্রার্থী বেনজীর আহমদের জন্য ভোট চেয়ে এলাকা চষে বেড়াচ্ছেন।  জনগন বিপুল ভোটে নৌকাকে জয়ী করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বেনজীর আহমদ বলেন, ২০০৮ ও ২০১৮ সালে বিপুল ভোটে আমাকে দুইবার নির্বাচিত করেছে। এবার আমার প্রতিদ্বন্দ্বি হয়েছেন ছয়জন। কার কি যোগ্যতা তা ধামরাইবাসী জানেন। ধামরাইয়ে কোন দখলবাজ, চাঁদাবাজি নেই। ব্যাপক উন্নয়ন করেছি। আশা করি সব কিছু বিবেচনা করে এবারও নৌকাকেই বিজয়ী করবেন ধামরাইবাসী।