Home Second Lead ৭৫ লাখ টাকার নকল সিগারেট জব্দ

৭৫ লাখ টাকার নকল সিগারেট জব্দ

জব্দ করা নকল সিগারেট

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

রাজশাহী: রবিবার (১ নভেম্বর) দিবাগত রাতে গোল্ডলিফসহ বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আনুমানিক মূল্য পৌনে এক কোটি টাকা।

পুলিশ জানায়, কুমারপাড়া এলাকায় ‘এসএ পরিবহন’ কুরিয়ার সার্ভিসের গুদাম থেকে সিগারেটগুলো জব্দ করা হয়েছে।কুষ্টিয়ার বড় বাজার থেকে রাজশাহীর গোদাগাড়ী যাওয়ার কথা। নকল গোল্ড লিফ, স্টার, হলিউড ও পাইলট নামের সিগারেট  এবং সিগারেটের খালি প্যাকেট জব্দ করা হয়েছে।

অভিযানে কুষ্টিয়ার ‘বিশ্বাস টোবাকো’র গাড়িচালক এবং এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের গুদাম ব্যবস্থাপকসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটক গাড়িচালকের নাম নবাব আলী (৩০)। বাড়ি রাজশাহী নগরীর মেহেরচণ্ডি এলাকায়। বাবার নাম ওহাব মোল্লা। নবাবের ভাষ্যমতে, তিনি মাস দুয়েক আগে বিশ্বাস টোবাকোতে কাভার্ড ভ্যান চালকের চাকরি নিয়েছেন। ইতোমধ্যে দুটি এ ধরনের সিগারেটের চালান এনেছেন তিনি । জিজ্ঞাসাবাদে আরও জানান, চালানটি  গোদাগাড়ী যাওয়ার কথা ছিল। হঠাৎ তাকে ফোন করে এসএ পরিবহনের গুদামে নামিয়ে দিতে বলা হয়।  এখানে আসার কিছুক্ষণ পর পুলিশ আটক করে।

 

ডিবি পুলিশের উপ-কমিশনার আবু আহাম্মদ আল-মামুন এ অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, তারা প্রায় ৭৫ লাখ ৬০ হাজার টাকার সিগারেট জব্দ করেছেন। এগুলো সবই নকল। এসব সিগারেটে সরকারকে রাজস্বও ফাঁকি দেয়া হয়েছে। সিগারেটের প্যাকেটে নকল ব্যান্ডরোল ব্যবহার করা হয়েছিল।