Home Second Lead নতুন উদ্যমে দুয়ার খুলল সিটি হল কনভেনশন সেন্টার

নতুন উদ্যমে দুয়ার খুলল সিটি হল কনভেনশন সেন্টার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর ফের সামাজিক ও করপোরেট অনুষ্ঠানের জন্য নতুন উদ্যমে দুয়ার খুলেছে ৪২ হাজার বর্গফুটের বিশ্বমানের অত্যাধুনিক কমিউনিটি সেন্টার সিটি হল কনভেনশন সেন্টার।

আগ্রাবাদের অ্যাক্সেস রোডের ছোটপুল এলাকায় ২০১৬ সালে এটি গড়ে ওঠে। দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা কনভেনশন সেন্টারটি ২০২০ সালের মার্চের দিকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলায় চট্টগ্রাম সিটি করপোরেশনকে আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য দিয়েছিল সীকম গ্রুপ।

রবিবার (২০ ডিসেম্বর)। সরকারের স্বাস্থ্য বিভাগ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত করোনাপ্রতিরোধী সব সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে সামাজিক ও করপোরেট অনুষ্ঠানের জন্য এই কনভেনশন সেন্টারটির দুয়ার খুলে দেয়া হচ্ছে। এছাড়া কনভেনশন সেন্টারের সঙ্গে নবযাত্রা হচ্ছে মোগল ক্যাটারিং সার্ভিসেরও।

সিটি হল কনভেনশন সেন্টারের স্বত্বাধিকারী ও সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিরুল হক জানান, সিটি হল কনভেনশন সেন্টারটি আমরা এত দিন মহামারী করোনা মোকাবেলায় ব্যবহার করতে দিয়েছি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে। এখন সব ধরনের সুরক্ষা ব্যবস্থা যথাযথ নিশ্চিত করেই অনুষ্ঠানের জন্য খুলে দেয়া হচ্ছে।

কনভেনশন সেন্টারের দায়িত্বশীলরা জানিয়েছেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, বিয়ে, আকদ, বৌভাত, ওয়ালিমা, গায়েহলুদ, জন্মদিন, বার্ষিকী, কনভেনশন, কনফারেন্স, টেলি কনফারেন্স, ব্যবসায়িক সভা, এজিএম, ট্রেনিং, প্রমোশন, এক্সিবিশন, সেমিনার, সিম্পোজিয়াম, মেলাসহ সব ধরনের অনুষ্ঠান এই কনভেনশন সেন্টারটিতে করার মত পর্যাপ্ত সব ধরণের ব্যবস্থা রয়েছে।

সিটি হল কনভেনশন সেন্টারের ইভেন্ট ম্যানেজার মাসুদ হাসান জানান, বিশ্বমানের এ কনভেনশন সেন্টারে একসঙ্গে ৩ হাজার অতিথির খাওয়ার ব্যবস্থা করা যাবে। এক বেলায় ১২ হাজার অতিথির ভোজের আয়োজন করা যায়।