Home শেয়ারবাজার এইমস বাংলাদেশ আনছে নতুন মিউচ্যুয়াল ফান্ড

এইমস বাংলাদেশ আনছে নতুন মিউচ্যুয়াল ফান্ড

বিজনেসটুডে২৪ ডেস্ক:

এইমস বাংলাদেশ লিমিটেড একাধিক স্কিম বিশিষ্ট বহুমাত্রিক মিউচ্যুয়াল ফান্ড গঠন ও বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি “এইমস রেজারেকশন মিউচ্যুয়াল ফান্ড” নামে নতুন মিউচ্যুয়াল ফান্ড বাজারে আনবে। ফান্ডটি হবে গত এক দশকে প্রথম এইমস প্রবর্তিত যা একসাথে দুই দশক পর নিজ নামে প্রবর্তিত ফান্ড।

প্রস্তাবিত ফান্ডটির বিভিন্ন আকার ও বৈশিষ্ট বিশিষ্ট একাধিক বে-মেয়াদী ও মেয়াদি স্কিম থাকবে (তালিকাভুক্ত ও ওভার দ্য কাউন্টার) যেগুলো ২০২১ সালের প্রথম প্রান্তিকে নিয়মিত বিরতিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে ছাড়া হবে।

এইমস অব বাংলাদেশ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

এইমস পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রমীণ ও রিলায়েন্স মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে।

৩ ডিসেম্বর বৃহস্পতিবার এইমস বাংলাদেশের পরিচালনা পর্ষদের সভায় এই মিউচ্যুয়াল ফান্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে।