চট্টগ্রাম: মানুষের ওপর নমুনা পরীক্ষার ফিস নির্ধারণ নয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অন্যান্য আর্থিক খাতের দুর্নীতি কমিয়ে ব্যয় সাশ্রয় করার আহ্বান জানিয়েছে জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগ।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন মঙ্গলবার এক বিবৃতিতে এই আহ্বান জানিয়ে বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যখনই পরীক্ষার হার বাড়ানো দরকার তখনই কিছু কুচক্রী মহল তাদের নোংরা খেলায় মেতে উঠেছে। তারা সরকারের বন্ধু সেজে জনগন এবং সরকারের মাঝে দূরত্ব সৃষ্টি করার ষড়যন্ত্রে লিপ্ত ।
আরও বলেন, মাস্ক কেলেংকারি, নিম্নমানের পিপিই ক্রয়সহ স্বাস্থ্য সরঞ্জাম ক্রয় দূর্নীতির সাথে জড়িত এ চক্রটি। বিভিন্ন চিকিৎসা সামগ্রীর অভাবকে কাজে লাগিয়ে তারা দুই টাকার জিনিসকে ২ হাজার টাকা পর্যন্ত ক্রয় দেখাচ্ছে। ইতিপূর্বে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি পর্দা কিনতেই দাম দেখানো হয়েছিল ৩৭ লাখ টাকা। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবাদানকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এক মাসের খাবারের বিল দেখানো হয়েছে ২০ কোটি টাকা। এ খরচকে অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের আর্থিক অনিয়ম এবং দুর্নীতি রুখে দাঁড়ানোর এখনই সময়। মানুষের জীবন-মরণ সন্ধিক্ষণে চিকিৎসা সেবার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে যারা এসব দুর্নীতি ও অনিয়মের সাথে যুক্ত তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবী জানান তিনি।
খোরশেদ আলম সুজন বলেন, করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারী রূপে ধারণ করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখনও সুদৃঢ় অবস্থায় রয়েছে।