নরসিংদী থেকে সাইফুল ইসলাম রুদ্র: সাহেপ্রতাব পুলিশ লাইনস্ ( ঢাকা-সিলেট) মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দু’জন গুরুতর আহত হয়।
রবিবার (৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ লাইন্সের সামনে (ঢাকা-সিলেট) মহাসড়কে ঢাকামুখী একটি প্রাইভেটকার সামনে থাকা অপর একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী কাজী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে প্রাইভেট কারের সামনের অংশ বাসের সামনের দিকে ঢুকে যায় এবং বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আহত প্রাইভেট কারটির চালক ও কয়েকজন যাত্রীকে উদ্ধার করা হয়।
জানা যায়, আহত প্রাইভেটকারের আরোহীর একজন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাজহারল পারভেজ এর ভাগিনা মাত্তিয়া আল ফাইয়াজ। ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার জানান, এ ঘটনায় কেউ নিহত হয়নি। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বাসটি আটক করা হলেও বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।