নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারের চর এ এন এম উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি আব্দুস ছোবহান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন)। বুধবার (২৩ জুন) সকাল ১০টা ৪০ মিনিটে বেলাব উপজেলার হোসেন নগর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সন্ধ্যা ৬টায় এ এন এম উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
তিনি এ এন এম উচ্চ বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষকতার পাশাপাশি হোসেন নগর গ্রামের ৬০ বছরের পুরনো ঐতিহ্যবাহি জামে মসজিদের ইমামের দায়িত্ব পালন করেন। -সংবাদদাতা