Home চট্টগ্রাম নামফলকে বাংলাকে প্রধান্য দিতে হবে, নতুবা জরিমানা : মেয়র

নামফলকে বাংলাকে প্রধান্য দিতে হবে, নতুবা জরিমানা : মেয়র

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সিটি কর্পোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, একুশ মানে স্বাদেশিকতা, দেশপ্রেম এবং নৈতিকতাবোধ। এই সকল চিরন্তন বাণীর আলোকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৮ সাল থেকে জাতির অন্তরে স্বাধীনতার বীজ বপন করে ছিলেন।

রবিবার (২১ফেব্রুয়ারি) সকালে সিটি কর্পোরশেন পাবলিক লাইব্রেরির কনফারেন্স হলে অনুষ্ঠিত আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেয়র আরো বলেন, জোরকরে কিছু আদায় করা যায় না। মন জয় করতে পারলে সব কিছু সহজলভ্য। মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রতিষ্ঠানের নামফলকে বাংলাকে প্রধান্য দিতে হবে তা না হলে জরিমানা করা হবে। এই নির্দেশনা অমান্যকারীদের চরম শাস্তির মুখোমুখি হতে হবে।

কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কাউন্সিলর শহিদুল আলম, জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, আশরাফুল আলম,পুলক খাস্তগীর, আবুল হাসনাত বেলাল, ওয়াসিম উদ্দিন আহমেদ,আবদুল মান্নান, মোরশেদ আলী, রুমকী সেনগুপ্ত, জাফরুল হায়দার সবুজ, আফরোজা কালাম, এসারুল হক, কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব আবুল হাসেম, যুগ্ম-জেলা জজ জাহানারা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু , আইন কর্মকর্তা জসিম উদ্দিন, শিক্ষা কর্মকর্তা সালমা ফেরদৌস, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক।