জাতীয় মহিলা সংস্থা, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২১ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয় মানববন্ধন।
জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের জেলা কর্মকর্তা শাহানা পারভীনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শায়লা শারমিন।
বক্তব্য রাখেন প্রাত্তন চসিক কাউন্সিলর আবিদা আজাদ, জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের সদস্য কল্পনা লালা, সঞ্চিতা বড়ুয়া, হাসিনা মমতাজ, জাহানারা নাজনীন, রওশন রশীদ হেলেন, জেলা কর্মকর্তা মোঃ নাঈম পারভেজ, পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, আইটি প্রোগ্রামার মোঃ জহিরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা খালেদা আক্তার চৌধুরী, মোমেনা আক্তার নয়ন, নিলুফার জাহান বেবী, নওশীন লুনা, প্রশিক্ষক শাহাদাত হোসেন, অবকাশ চাকমা, দিলোয়ারা কায়েস সুমি, কৃষ্ণা রানী দাশ, গাজী নূরী, সায়মা নওশীন, রুশ্নী আক্তার, ইকবাল হোসেন, রুমানা আক্তার, সাদিয়া ইসলাম, আব্দুল করিম, খুরশিদা জাহানারা বেগম সহ প্রশিক্ষনার্থীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, সব ধর্মই নারীকে সম্মানজনক অবস্থানে রেখেছে। নারীরা আজ কর্মস্থল, শিক্ষাঙ্গনসহ সব ক্ষেত্রেই এগিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এদেশের নারীরা এগিয়ে চলেছে সম্মুখপানে। এ অগ্রযাত্রায় সমাজের সর্বস্তরের নারীদের যুক্ত হওয়ার আহবান জানান বক্তারা।