বিজনেসটুডে২৪ সংবাদদাতা
মৌলভীবাজার: কুলাউড়া উপজেলার জয়পাশা এলাকা থেকে নিখোঁজ হওয়া শিশু রাকিব আহমদকে দু’সপ্তাহ পর নবীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে, নিখোঁজের সাথে জড়িত কেউ গ্রেপ্তার হয়নি।
শিশুটির নাম রাকিব। জয়পাশা এলাকার মৃত মিছবা উদ্দিনের পুত্র। গত ২৮ এপ্রিল নিখোঁজ হয়। মা জান্নাত বেগম থানায় জিডি করেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ১২ জুন উদ্ধার করে। কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় শিশুটিকে মায়ের কাছে হস্তান্তর করেছেন।
রাকিবকে ফিরে পাওয়ায় তার মা জান্নাত বেগম শুকরিয়া আদায় ও পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।