Home চট্টগ্রাম ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার

‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার

বিজনেসটুডে২৪ ডেস্ক

‘মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২মার্চ ) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে এবং বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’র উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়–য়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- জেলায় কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারি পরিচালক মো. নজির উল্যা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ আসমা আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
-বাসস।