Home Second Lead নিরিবিলি সৈকতে সামুুদ্রিক প্রাণীকূলের অবাধ বিচরণ

নিরিবিলি সৈকতে সামুুদ্রিক প্রাণীকূলের অবাধ বিচরণ

ওড়িষ্যার বেলাভূমিতে এভাবে জড়ো হয়েছে লাখ লাখ কচ্ছপ। ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

করোনা প্রতিরোধে দেশে দেশে নেয়া সুরক্ষা ব্যবস্থার ফলে কমছে পৃথিবীর বায়ুদূষণ, পানি দূষণ। জনমানবহীন  সৈকতে যেন প্রাণ ফিরে পেয়েছে সামুদ্রিক প্রাণীকূল। ডলফিনরা খেলা করছে একেবারে কাছাকাছি এসে।

কক্সবাজার কলাতলির কাছে গোলাপি ডলফিন। ছবি:
মাহবুব রহমান রুহেল

এই তো মাত্র সপ্তাহ খানেক আগেও কক্সবাজার সৈকতে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকালে দেখা গেছে কেবল ছোট বড় জাহাজ আর জলরাশি। অন্য কিছুই দেখা যায়নি। করোনা প্রতিরোধে নেয়া ব্যবস্থায় সরকার জনসমাগম বন্ধ করে দেয় সৈকতে। পর্যটকদের কোলাহল না থাকার বিষয়টি অনুভব করেছে সামুদ্রিক প্রাণীকূল। সোনাদিয়া-মহেশখালি চ্যানেলে বসবাসকারি ডলফিনের দল পরিস্কার পানি পেয়ে ছুটে যায় একেবারে কলাতলি সৈকতের কাছে। স্থানীয়রা জানালেন, ডলফিনের দু’টি দলকে প্রায় সময়ে দেখা যায় সোনাদিয়া-মহেশখালি চ্যানেলে। সেগুলোকে দেখা গিয়েছিল কলাতলির সন্নিকটে। সেই সংবাদে সেখানে ছুটে গিয়েছিলেন সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল। তিনি ছবি তোলেন, ভিডিও করেন। পরে আর সেখানে দেখা যায়নি ডলফিনগুলোকে। কেবল সেই একদিন দেখা গিয়েছিল বেশ কিছু সময়ের জন্য। সমুদ্র গবেষণা বিশেষজ্ঞদের ধারণা করেন যে সৈকতের নির্জনতার সুযোগ পেয়ে কিছু সময়ের জন্য গিয়েছিল। ফিরে গেছে আবার। হয়তো সৈকতের এমন অবস্থা থাকলে আবারও আসবে।

কক্সবাজারের মত অবস্থা ইতালিতে। করোনা প্রতিরোধে নেয়া ব্যবস্থায় সেখানেও কমছে দূষণ। ভেনিসের পানি স্বচ্ছ হচ্ছে। উপকূলে খেলা করছে ডলফিনের দল। ইতালির মানুষ সেই ছবি ও ভিডিও শেয়ার করেছেন টুইটারে।

ইতালির ভেনিসের পানি স্বচ্ছ হচ্ছে। একেবারে কাছে এসে খেলা করছে ডলফিন। ছবি: সংগৃহীত

ওড়িষ্যার পর্যটকশূণ্য সৈকতের দখল নিয়েছে লাখ লাখ কচ্ছপ। ডিম পাড়তে সেখানে জড়ো হয়েছে। স্থানীয়রা অবশ্য বলেছেন যে কেবল এবছর নয়, প্রতিবছর আসে কচ্ছপ ডিম পাড়ার জন্য। কিন্তু তখন তা দেখতে ভিড় করেন পর্যটকরা। এবারে ফাঁকা পেয়ে কচ্ছপ নিরিবিলিতে ডিম পাড়ছে।