বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কক্সবাজার: চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে অন্তত ৭ জন নিহত হয়েছে। তাদের ৩ জন একই পরিবারের।
রবিবার সকাল ১০টার দিকেচকরিয়া উপজেলার পুকপুকুরিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজরের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সিরাজুল ইসলাম জানান, নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছে। দুর্ঘটনায কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিহতরা হলেন- চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঈসমাইলের স্ত্রী হাজেরা বেগম (৫৫), চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রতন বিজয় চৌধুরী (৫০), একই এলাকার রতন বিজয়ের স্ত্রী মধুমিতা চৌধুরী এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সাধনপুরের প্রদীপ রুদ্রের স্ত্রী পূর্ণিমা রুদ্র (৩০), ছেলে স্বার্থক রুদ্র (৪) ও মা রানী রুদ্র (৬০)। তবে নিহত এক নারীর পরিচয় জানা যায়নি।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায় জানা যায়, রবিবার সকালে কক্সবাজার থেকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস চট্টগ্রাম যাওয়ার পথে পুকপুকুরিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়। এ সময় আরও তিনজন আহত হয়। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আহতদের।