মোঃ ইমরান ইসলাম, নিয়ামতপুর(নওগাঁ): প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে নিয়ামতপুরে মালঞ্চি ভাতকুন্ডু মৎস্যজীবী পাড়ার উদ্যোগে শিবনদীতে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার ভাবিচা ইউপির মালঞ্চি এলাকায় শিবনদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। শিবনদীর দু’পাড়ে হাজার হাজার নারী-পুরুষ উৎসবে আমেজে উপভোগ করেন গ্রাম বাংলার ২শ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৩৫ থেকে ৪৫ মিটার দৈর্ঘ্য নৌকা নিয়ে মোট ৪ টি দল অংশগ্রহণ করে।
মান্দা উপজেলার, আব্দুল রশিদের চকদেবরামপুর ক্লাবের “পঙ্খীরাজ”, আব্দুল মান্নানের চকরামকান্ত ক্লাবের” হাসিখুশী”, আবুল হোসেনের চক গোবিন্দ চক নারায়ণ ক্লাবের “সুন্দরী”, আনোয়ার হোসেনের চক গৌরী ক্লাবের” আনন্দ”নৌকা বাইচ প্রতিযোগিতা অংশ গ্রহন করে। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ পথজুড়ে এই প্রতিযোগিতা দেখার জন্য উৎসাহী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠা শিবনদীর দুই পাড়ে আনন্দের জোয়ার বয়ে গেছে। শিশু-কিশোরদের নিয়ে অভিভাবকেরা প্রায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই খেলা দেখতে নদীর পাড়ে উপস্থিত হন।
প্রতিযোগিতা শুরু হলে হর্ষধ্বনি দিয়ে দলগুলোকে উৎসাহিত করতে থাকেন দর্শকরা। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা’র সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দীন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার(পিন্টু), শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক প্রমুখ। প্রথম স্থান দখল করে পঙ্খীরাজ ও দ্বিতীয় স্থান হাসিখুশী। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী দলকে নগদ অর্থ প্রদান করা হয়। নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেওয়া তাহের উদ্দীন নামে একজন হঠাৎ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি মান্দা উপজেলার চকদেবরামপুর গ্রামের বাসিন্দা।