বিজনেসটুডে২৪ ডেস্ক:
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ-ডিলার পেমেন্ট অ্যান্ড রিসিভিং’ পদে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে এমকম ইন অ্যাকাউন্টিং/ সিএ সিসি/ সিএমএ পার্টলি কোয়ালিফাইড হতে হবে। প্রার্থীর এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৩০ থেকে ৩৫ বছর। পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। উৎপাদনকারী সংস্থায় পেমেন্ট প্রক্রিয়া পরিচালনা করার অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষত অটোমোবাইল উৎপাদনকারী সংস্থার কার্যকরি অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে লেখা ও কথা বলার দক্ষতা এবং এমএস এক্সেল দক্ষতা।
কর্মস্থল ঢাকা
বেতন আলোচনা সাপেক্ষে।
কোম্পানির সুযোগ সুবিধাদি
মোবাইল বিল, পারফরমেন্স বোনাস, প্রফিডেন্ট ফান্ড, গ্রাচুইটি থাকবে। বার্ষিক বেতন পর্যালোচনাসহ বছরে দুটি উৎসব ভাতা থাকবে। জীবন বিমা, চিকিৎসা বিমাসহ (ওপিডি এবং আইপিডি) নির্ভরশীল এবং মাতৃত্বকালীন বিমা।
প্রার্থীরা বিডিজবস অনলাইমের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২ ডিসেম্বর, ২০২০।
=বিডিজবস