Home খেলাধুলা অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়ার জীবনে নতুন অধ্যায়

অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়ার জীবনে নতুন অধ্যায়

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: দু’বারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া বিয়ে করেছেন। রবিবার ১৯ জানুয়ারি জীবনসঙ্গিনী হিমানি মোর-এর সঙ্গে তাঁর বিয়ের প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে নীরজ লিখেছেন, জীবনের এক নতুন অধ্যায় শুরু করলাম নিজের পরিবারের উপস্থিতিতে।

বিয়ে সম্পর্কে কোনও তথ্যই এর আগে প্রকাশ্যে আনেননি তিনি। তাই হঠাৎ তাঁর বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই অবাক হয়ে যান তাঁর অনুরাগীরা। নীরজের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে তাঁর মা আশীর্বাদ করছেন নীরজকে। এছাড়াও সদ্য বিবাহিতা স্ত্রীর সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন তিনি। এই ছবিগুলি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে অভিনন্দনের বন্যায় যেন বয়ে যাচ্ছেন নীরজ। তবে সবার আগে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার সুরেশ রায়না এবং অভিনেতা গজরাজ রাও। এক্স হ্যান্ডেলে পোস্ট করা শুভেচ্ছা বার্তায় রায়না লেখেন,“তোমাদের আগামীর যাত্রা সুন্দর সব স্মৃতি এবং অটুট বন্ধুত্বে ভরে উঠুক।”

সংগৃহীত ছবি

নীরজ প্যারিস অলিম্পিকে পদক জেতার কয়েকমাসের মধ্যেই বিয়ের পিড়িতে বসে পড়লেন । এর আগে ২০২১ সালে অলিম্পিকে সোনা জিতেছিলেন। উল্লেখ্য,অলিম্পিকে ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে ব্যাক্তিগত বিভাগে স্বর্ণপদক জেতা প্রথম ভারতীয় তিনি।  নীরজের স্ত্রী হিমানি একজন টেনিস খেলোয়ার। হিমানি সাউথইস্টার্ন লুইসিয়ানা ইউনিভার্সিটিতে স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন। এছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের রিঞ্জে অবস্থিত ফ্র্যাঙ্কলিন পিয়ার্স ইউনিভার্সিটিতে স্পোর্টস অ্যান্ড ফিটনেস অ্যাডমিনিস্ট্রেশন/ম্যানেজমেন্টে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং আইজেনবার্গ স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে বিজ্ঞানের স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।