Home সারাদেশ নীলগাই পরিবারে জমজ বাচ্চার জন্ম

নীলগাই পরিবারে জমজ বাচ্চার জন্ম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

গাজীপুর: শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দেশের একমাত্র নীলগাই জুটি জমজ বাচ্চার জন্ম দিল। এ ঘটনা বিরল আর বিস্ময়ের। উদ্ধার হওয়া নীলগাইযুগল জমজ বাচ্চার জন্ম দিয়ে হইচই ফেলে দিল দেশে। স্বপ্ন বেড়ে গেল প্রাণী বিশেষজ্ঞদের। মাস দেড়েক আগে নীলগাইযুগল দুটি শাবকের জন্ম দিলেও পার্ক কর্তৃপক্ষ নিবিড় পর্যবেক্ষণ আর নিরাপত্তার কথা ভেবে তা গোপন রাখে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের ডেকে এ সুখবর দেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান। পার্ক কর্তৃপক্ষ জানান, সাফারি পার্কের আফ্রিকান সাফারি বেষ্টনীর একটি অংশে আলাদা নিরাপদ বেষ্টনী তৈরি করে রাখা হয়েছিল নীলগাই দুটিকে। প্রথমে উদ্ধার হওয়া নারীটিকে রাখা হয় সে বেষ্টনীতে। এর পর দিনাজপুরের জাতীয় উদ্যান রামসাগর থেকে পুরুষ নীলগাইটিকে এনে একই বেষ্টনীতে রাখা হয়। তারা আরও জানান, দুটি নীলগাই ধরে জবাই করার প্রস্তুতির সময় উদ্ধার হয়।

২০১৯ সালে শুরু দিকে নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার এলাকা থেকে পুরুষ নীলগাই উদ্ধার করা হয়। পরে সেটি দিনাজপুরের রামসাগর উদ্যানে রাখা হয়েছিল। এ দিকে ২০২০ সালের ফেব্রুয়ারির শেষের দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মামুদপুর ঠুঠাপাড়া সীমান্ত এলাকা থেকে নারী নীলগাইটি উদ্ধার করা হয়। সেটি পার্কে আনা হয়েছিল সে সময়। পরে উদ্ধার হওয়া এ দুটি নীলগাই (নারী-পুরুষ) সাফারি পার্কে এনে একত্রিত করা হয়েছিল।

সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান বলেন, প্রকৃতিতে নীলগাই দশ থেকে এগারো বছর পর্যন্ত বেঁচে থাকে। এশিয়ার অ্যান্টিলুপ প্রজাতির মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলো নীলগাই, যা আমাদের দেশে বিলুপ্ত। এ প্রজাতির পুরুষদের শিং হয় ও কালচে রঙের হয়ে থাকে আর নারীদের শিং থাকে না আর গাঢ় বাদামি রঙের হয়ে থাকে। নীলগাই এক থেকে তিনটি পর্যন্ত বাচ্চা একত্রে জন্মের রেকর্ড রয়েছে। নয় মাস গর্ভকালের পরে বাচ্চার জন্ম হয়। নারী নীলগাই দুই বছরে আর পুরুষ পাঁচ বছরে প্রাপ্ত বয়স্ক হয়। নীলগাই শতকরা ৫০ ভাগ জমজ শাবকের জন্ম দেয়।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান জানান, সাফারি পার্কে এক জোড়া নীলগাই বসবাস করছে আফ্রিকান বেষ্টনীর একটি অংশে। তাদের একত্রিত করার কিছুদিন পরই তাদের ব্রিডিং চোখে পড়ে। সেই থেকে নিবিড় পর্যবেক্ষণে ছিল নীলগাইযুগল। এ বছরের আগস্টের ১ তারিখে পার্কে নীলগাই রাখা বেষ্টনীতে জমজ দুটি শাবকের জন্ম হয়। একটি শাবক পুরুষ তা নির্ণয় করা গেলেও অন্যটির লিঙ্গ নির্ণয় করা যায়নি। এ দেশে আট দশক পর এমন বিস্ময়কর সুখবর পার্কের সব কর্মকর্তা-কর্মচারীর মিলিত কর্মের গৌরব। আশা করি, আমাদের সম্মানিত কাজে এ গৌরব অব্যাহত থাকবে আগামীতেও। এ মৌসুমে পার্কে বেড়াতে আসা দর্শনার্থীদের ভিন্ন আনন্দ মিলবে নীলগাই শাবক দর্শনে।